জেলা পুলিশের পক্ষ থেকে ঈদে নৌ-সড়ক পথে নিরাপত্তা নিশ্চিত করা হবে : পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে ঈদে নৌ-সড়ক পথে নিরাপত্তা নিশ্চিত করা হবে : পুলিশ সুপার - ajkerparibartan.com
জেলা পুলিশের পক্ষ থেকে ঈদে নৌ-সড়ক পথে নিরাপত্তা নিশ্চিত করা হবে : পুলিশ সুপার

3:59 pm , April 4, 2023

শামীম আহমেদ, বরিশাল ॥ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌ পথে নির্বিঘেœ যাতায়াত ও যাত্রীদের নিরাপত্তার জন্য বরিশাল জেলার ৪০টি লঞ্চ, স্পিডবোট ঘাট ও ট্রলার ঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে। সে লক্ষ্যে নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি লঞ্চঘাটে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ভূরঘাটা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো হবে।
সেই সঙ্গে গৌরনদী, মাহিলাড়া, ইচলাদি ও বাকেরগঞ্জ বন্দরে ট্রাফিক পরিদর্শকদের সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হবে।  যাতে সড়ক পথেও ঈদে ঘরমুখো জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ প্রয়োজনীয় সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।
গতকাল  মঙ্গলবার  বেলা সাড়ে ১১টায় পলিটেকনিক্যাল রোডস্থ বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঈদ উল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, আমাদের আওতায় ইচলাদিতে দুটি সেতুর টোলঘর রয়েছে। যেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এবারে আমরা টোল আদায়কারীদের সঙ্গেও কথা বলবো। প্রয়োজনে দুই সারিতে ২০-৩০ জন সেচ্ছাসেবক রাখতে হবে টোল আদায়কারীদের। যাতে করে তারা স্লিপ নিয়ে অগ্রিম টোল আদায় করতে পারে। তাহলে টোল আদায়ে যানবাহনের লম্বা সারি হবে না।
বিভিন্ন স্থানে চেকপোস্ট ও রাতে পাহারা নিশ্চিতের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ঈদে অনেক মানুষ আসবে। সে সময় যাতে কোনো ধরনের ছিনতাই, প্রতারণা বা অপরাধমূলক কার্যক্রম সংগঠিত না হয় সেজন্য আমরা নিরাপত্তা প্লান করেছি। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT