একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৬ একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৬ - ajkerparibartan.com
একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

3:54 pm , April 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গত একমাসে টানা মাদক বিরোধী অভিযানে বরিশাল জেলার ১০ টি থানায় ৪৯টি মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩ কেজি ৫৭৭ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১টি গাঁজার গাছ, ১০৬ বোতল ফেন্সিডিল, ১২ লিটার চোলাই মদ, ৫ লিটার বিদেশী মদ ও ৬টি বিয়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, দায়ের হওয়া মাদক মামলা গুলোর তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান জোরদার করাসহ টহল ডিউটি বৃদ্ধি এবং মাদক বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT