বিচারকের মামলায় জাল দলিল দাতা দুই ভাইকে গ্রেফতারের নির্দেশ বিচারকের মামলায় জাল দলিল দাতা দুই ভাইকে গ্রেফতারের নির্দেশ - ajkerparibartan.com
বিচারকের মামলায় জাল দলিল দাতা দুই ভাইকে গ্রেফতারের নির্দেশ

3:54 pm , April 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার পোড়াচিনি গ্রামের ২ দশমিক ৭১ শতাংশ জমি ডিক্রি হাসিলের চেষ্টার জাল দলিলের মামলায় দুই ভাইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ফয়সাল আসামী খলিল আকন্দ ও মজিবর আকন্দকে গ্রেফতারের নির্দেশ দেন। আসামীরা পোড়াচিনি গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। গেল ২৯ মার্চ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিবলী নোমান খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আদালতের বেঞ্চ সহকারি চারচিল জানিয়েছেন, মৌখিক দান সূত্রে মালিকানা স্বত্বের দাবিতে মোকদ্দমাটি দায়ের করেন আসামীরা। এরপর গত বছর ৮ আগস্ট ছোলেনামা দাখিল করে আদালতে ডিক্রি পেতে জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে ১৯৬১ সালের ৯৩২৬নং দলিলের ৯৪নং ভলিউম, ইনডেক্স পর্যালোচনা এবং সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার বিধান চন্দ্র সুতারের জবানবন্দি গ্রহন করেন বিচারক।
তিনি আরো জানান, এতে করে দাখিলকৃত দলিলটি জাল বলে প্রমানিত হয়। এরপর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আজ প্রথম তারিখে বিচারক ওই দুইজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT