3:51 pm , April 2, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ সাবেক আমানতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম এমদাদ হোসেন শরীফের ২১তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০২ সালের এই দিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাড়াও শ্রমিক লীগ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং সমাজ সেবামূলক কাজ করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। বাদ আসর ভাটিখানা বায়তুল ওহাব জামে মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।