3:54 pm , April 1, 2023
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ ডিবি পুলিশকে কামড়েও শেষ রক্ষা হলো না উজিরপুরের মাদক কারবারী মৃদুলের। ডিবি পুলিশের সদস্যকে কামড়ে পালানোর চেষ্টাকালে ২ পল্লী বিদুৎকর্মী ও স্থানীয় জনতার সহায়তায় ওই মাদক করবারীকে ৯৫ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর কলেজ রোড় স্ব-মিলের সামনে। স্থানীয়রা জানিয়েছেন, ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীরের নেতৃত্বে ৩ পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে সরকারী শিকারপুর শেরে বাংলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে হস্তিশুন্ড গ্রামের সাহেব আলী মৃধার ছেলে মৃদুল হাসান নাঈম (২২) কে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ সময় মাদককারবারী মৃদুল পুলিশের হাত থেকে নিজেকে রক্ষার চেষ্টায় সোহাগ নামে এক পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় উজিরপুর পল্লি বিদুৎ সমিতির সদস্যদের সহায়তায় মৃদুলকে আটক করা হয়।
এ ঘটনায় বরিশাল জেলা ডিবি পুলিশের এসআই ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।