3:48 pm , April 1, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেওয়ায় বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বরিশাল জেলা ছাত্রলীগ। নোটিশে আগামী ৩দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে শুক্রবার দিবাগত রাত ১১টায় আশিকুর রহমান সুজন ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে লাইভ করে আত্মহত্যার ঘোষনা দেয়। এছাড়াও বিভিন্ন অনৈতিক ও কুরুচিপুর্ন অভিব্যক্তি ব্যক্ত করেছে। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এরূপ কর্মকান্ডের কারনে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ৩দিনের মধ্যে জানানো নির্দেশ দেয়া হয়েছে।