আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএম কলেজ ছাত্রের মৃত্যু আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএম কলেজ ছাত্রের মৃত্যু - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএম কলেজ ছাত্রের মৃত্যু

3:53 pm , March 31, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপার গ্রামের অমল পান্ডের ছেলে  বিএম কলেজের ছাত্র সৈকত পান্ডে(২০) বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরতর  আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানাগেছে সৈকত পান্ডের নিজ বাড়ির পুকুরের সেচ দিয়ে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে মাছ ধরার চেষ্টা করে । এক পর্যায়ে সৈকত বিদ্যুতের ছেড়া তারে জোরা দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT