লঞ্চ থেকে গাঁজাসহ আটক ৪ লঞ্চ থেকে গাঁজাসহ আটক ৪ - ajkerparibartan.com
লঞ্চ থেকে গাঁজাসহ আটক ৪

3:50 pm , March 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল নৌ রুটের বিলাসবহুল এমভি এডভেঞ্চার-৯ লঞ্চের কেবিনে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল  কোতয়ালি মডেল থানাধীন বরিশাল নদী বন্দর এলাকায় নোঙ্গর করা এমভি এডভেঞ্চার-৯ লঞ্চের দ্বিতীয় তলায় ২০৮ নম্বর কেবিন ও তৃতীয় তলায় ৩২৫ নম্বর কেবিন তল্লাশি করা হয়।
এসময় বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল এলাকার হাফিজুর বেপারী  (২৬), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোরকি ইউনিয়নের যোগীর কোপা এলাকার মোসাম্মৎ মাসুমা আক্তারকে (২২) ২০৮ নম্বর কেবিন থেকে ১৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈরের সালদোপাড়া এলাকার আকাশ আহমেদ (১৯) ও হবুয়ারচালা এলাকার কাঞ্চি রানীকে (২৩) ৩২৫ নম্বর কেবিন থেকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা সবাই লঞ্চের যাত্রীবেশে মাদকদ্রব্য স্থানান্তর করছিলো বলে জানিয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভিন্ন ভিন্ন দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT