ভোটের আমানত রক্ষায় বরিশালবাসীকে এগিয়ে আসার আহবান তাপসের ভোটের আমানত রক্ষায় বরিশালবাসীকে এগিয়ে আসার আহবান তাপসের - ajkerparibartan.com
ভোটের আমানত রক্ষায় বরিশালবাসীকে এগিয়ে আসার আহবান তাপসের

3:48 pm , March 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী ৪,৫ ও ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির (জাপা) উদ্যোগে ইফতার পার্টি হয়েছে। বরিশাল সিটি নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে শুক্রবার এ ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ইকবাল হোসেন তাপস বলেন, ভোট আপনাদের আমানত। সেই আমানত রক্ষা করার দায়িত্বও আপনাদের। আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালবাসীকে তাদের আমানত রক্ষা করার আহবান করছি। যদি কেউ আপনাদের ভোট কেন্দ্রে যেতে বা ভোট প্রদান করায় বাধা দেওয়ার চেষ্টা করে আপনারা তা প্রতিহত করবেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইকবাল হোসেন তাপস এর পক্ষে নিজেদের সর্বস্ব উজাড় করে কাজ করার ঘোষণা দেন জাতীয় পার্টি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল নগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড এম এ জলিল, মহানগরে যুগ্ম আহবায়ক আকতার রহমান সপ্রু, কামরুজ্জামান চৌধুরী কামাল, তালুকদার মোর্শেদ ফোরকান, জাতীয় যুব সংহতি জমায়েতে মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম সহ জাতীয় পার্টি বরিশাল মহানগর ও ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT