3:42 pm , March 31, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ সন্তানের আবদার পুরনে নতুন মোটর সাইকেল কিনে দিয়েছেন বাবা। সেই মোটর সাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে প্রান গিয়েছে সন্তানের। ঘটনাটি ঘটেছে শুক্রবার নগরীর বেলতলা এলাকায় ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায়। বিপরীতমুখী একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তরুন ফারদিন গাজী (১৮)। সে ভাটিখানার মুন্সী বাড়ীর এনামুল হক গাজির ছেলে। স্থানীয়রা জানিয়েছে, দুই মাস পূর্বে সন্তানের আবদার পুরন করতে ইয়ামাহা কোম্পানীর এফজেড ব্রান্ডের মোটর সাইকেল কিনে দেয়। শুক্রবার দুপুরে আরো দুই সঙ্গী ইমন ও রাহানকে নিয়ে তালতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ইসলামিয়া কলেজ এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। তখন বিপরীতদিকগামী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর গ্লাস ভেঙ্গে মাথায় ভেতর ঢুকে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির কিছু সময় পর তার মৃত্যু হয়েছে। তবে সঙ্গী ইমন ও রাহান তেমন বেশি আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।