বন কর্মকর্তার সহযোগীতায় আগৈলঝাড়ায় সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ বন কর্মকর্তার সহযোগীতায় আগৈলঝাড়ায় সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ - ajkerparibartan.com
বন কর্মকর্তার সহযোগীতায় আগৈলঝাড়ায় সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ

4:16 pm , March 30, 2023

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় বন কর্মকর্তা স্বপন অধিকারীর সহযোগীতায় সড়কের গাছ হরিলুট থামছে না। গাছ কাটার সংবাদ পেলেই বন কর্মকর্তা ওই স্থানে গিয়ে ম্যানেজ হয়ে চলে আসেন।
গত ১৫দিন ধরে রাজিহার ইউনিয়নের ভালুকশী চুন্নুর দোকান থেকে আগৈলঝাড়া সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দু-পাশের রেন্ট্রি, মেহগনি, চাম্বল, অর্জুন ও আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা। সরকারী সড়কের গাছ নিজেদের দাবী করে অনেকেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছে। ১৫ দিন ধরে সড়কের গাছ যে যার মত করে কেটে নিয়ে যাচ্ছে। দেখার মত যেন কেউ নেই। দেখে মনে হচ্ছে সরকারী জায়গার গাছ হরিলুট হয়ে যাচ্ছে। বন কর্মকর্তা স্বপন অধিকারীকে সড়কের গাছ কেটে নেওয়ার ঘটনা জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে এক টুকরা গাছ জব্দ করেন। স্থানীয়রা জানান, গাছ কেটে নেওয়ার লোকজনের কাছ থেকে ম্যানেজ হয়ে তিনি চলে আসেন। বন কর্মকর্তা স্বপন অধিকারীর সহযোগীতায় গাছ কেটে নেওয়ার একটি সংবাদ গত ২০ মার্চ পত্রিকায় প্রকাশ হলে বর্ন কর্মকর্তা একটি আঞ্চলিক পত্রিকায় প্রতিবাদ দিয়ে দায়িত্ব শেষ করেন। এরপরেও মাগুরা-ভালুকশী সড়কে গাছ কাটা থেমে নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই সড়কে সরেজমিন গিয়ে দেখা যায় আগৈলঝাড়ার সীমানায় নূর মোহাম্মদ সরদারের ছেলে এসকেন্দার সরদার তার বাড়ির সামনে সড়কের পাশের বড় একটি রেন্ট্রি গাছ শ্রমিক দিয়ে কেটে নিয়ে যাচ্ছে। একই সড়কের অমিত বিশ্বাস তিনটি রেন্ট্রি গাছ বার্থী গ্রামের রানা বয়াতীর কাছে ২০হাজার টাকায় বিক্রি করেছে। ক্রেতা ওই গাছ শ্রমিক দিয়ে কেটে নিয়ে যাচ্ছে। একই সড়কে ভালুকশী গ্রামের সেলিম গাজী তিনটি মেহগনি গাছ বার্থী গ্রামের গাছ ক্রেতা ফারুক বেপারীর কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। ওই ক্রেতাও গতকাল বৃহস্পতিবার শ্রমিক দিয়ে সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এভাবে ১৫দিন ধরে প্রতিদিনই ওই সড়কের গাছ স্থানীয়রা কেটে নিচ্ছে ও বিক্রি করে দিচ্ছে।
এব্যাপারে ভালুকশী গ্রামের সেলিম গাজীর স্ত্রী রাফিয়া বেগম গাছ বিক্রির সত্যতা স্বীকার করে বলেন, আমার জায়গায় লাগানো গাছ আমি বিক্রি করে দিয়েছি।
এব্যাপারে অভিযুক্ত বন কর্মকর্তা স্বপন অধিকারী বলেন, ভালুকশী চুন্নুর দোকান থেকে আগৈলঝাড়া সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে আমাদের বন বিভাগের কোন গাছ লাগানো নেই। স্থানীয়রা যার যার জায়গায় গাছ লাগিয়ে ছিল তারা তা কেটে নিচ্ছে। তবে একটুকরা গাছ জব্দ করে সড়কের পাশে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT