4:14 pm , March 30, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ নানা কারনে বিতর্কিত উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান ইকবাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে দলের উপজেলা সহ সভাপতি মো: ইদ্রিস সরদারকে পিটানোর ২ দিন পর নতুন আবারও এক বিতর্কের জন্ম দিয়েছেন। ইকবাল মঙ্গলবার শহীদ আ: আব্দুর রব সেরনিয়াবাতের ১০২ তম জন্মদিন অনুষ্ঠানে উজিরপুরে আওয়ামী লীগের উদ্যোগে দেয়া মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। নিজে বক্তব্য দিয়ে দোয়া মিলাদ শুরুর আগেই তার গুটি কয়েক অনুসারীদের নিয়ে সভা স্থল থেকে চলে যায়। দোয়া মিলাদ অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘটনায় উপস্থিত দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারীর মিলাদে হাফিজুর রহমান ইকবাল অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন। তবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। দলের একাধিক নেতাকর্মীর জানিয়েছেন, একাধিক বার দলের সিদ্ধান্ত উপেক্ষাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল দলের নেতাকর্মীদের নয়নমনি জাতির জনকের ভগ্নিপতি শহীদ আ: রব সেরনিয়াবাতের দোয়া ও মিলাদে অল্প সময় আগে সভাস্থল ত্যাগ করে চলে যাওয়াকে সহজ ভাবে মেনে নেয়া যায় না। ইকবাল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলের মধ্যে নানা ধরনের গ্রুপিং তৈরী করে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করছেন। উপজেলা পরিষদ চেয়াম্যান থাকাকালিন সময় প্রকাশ্যে দলের কর্মীদের সাথে সংঘাতে জড়ানো সহ নানা কারনে বিতর্কিত ইকবাল বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে নৌকা প্রতিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে কাপ পিরিজ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলো। সেই থেকে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীদের সাথে তার বিরোধ শুরু হয়। দলের বিভিন্ন সভায় প্রথম সারিতে বসে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন ও তার প্রতিপক্ষদের নানা ভাবে কুটুক্তি ও সম্মানহানী করে হাফিজুর রহমান ইকবাল। বরিশাল – ২ আসন (উজিরপুর – বানারীপাড়া) এলাকার সংসদ সদস্য শাহে আলম তালুকদারের ঘনিষ্টজন সে কারনে তিনি দাপটের সাথে উজিরপুর উপজেলা আওয়ামী লীগে প্রভাব বিস্তারের চেষ্টাও চালাচ্ছেন। তার নানা কর্মকান্ডে দলের মধ্যে মত বিরোধ সৃষ্টি হলেও বহাল তবিয়তে থাকা ইকবালের ২৮ মার্চ উজিরপুরে অনুষ্ঠিত শহীদ আ: রব সেরনিয়াবাদের দোয়া ও মিলাদে অংশ না নিয়ে সভা স্থল ত্যাগ করাকে মানতে পারছেন না নেতাকর্মীরা অভিযুক্ত হাফিজুর রহমান ইকবালের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেন নি।