আগৈলঝাড়া হাসপাতালে বৈকালিন চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন আগৈলঝাড়া হাসপাতালে বৈকালিন চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন - ajkerparibartan.com
আগৈলঝাড়া হাসপাতালে বৈকালিন চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

4:07 pm , March 30, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া সরকারি হাসপাতালে বৈকালিন চিকিৎসা সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিন স্বাস্থ্য সেবার ভার্চুয়ালী উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের নিজ উপজেলা আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামূলকভাবে এ পাইলট প্রকল্পের কার্যক্রম চালু হলো। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ভার্চুয়ালী ভাবে যুক্ত হন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মানিকগঞ্জ, বরিশালের আগৈলঝাড়া। পরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এর কাছ থেকে বক্তব্য শোনেন মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিন স্বাস্থ্য সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ন শাহিন খান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদারসহ চিকিৎসক, নার্সসহ বিভিন্ন নেতৃবৃন্দ।  হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈকালিন স্বাস্থ্যসেবার আওতায় অফিস সময়ের পর নির্ধারিত ফি’র বিনিময়ে নিজের কর্মস্থলে (সরকারি হাসপাতালে) বসেই রোগী দেখবেন চিকিৎসকরা। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে এ সেবা পাওয়া যাবে। চিকিৎসককে দেখানোর পাশাপাশি এসময়ে হাসপাতালে বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ থাকছে। তবে এক্ষেত্রেও নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হবে রোগীকে। এই সেবার জন্য একজন অধ্যাপকের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এর মধ্যে ৪০০ টাকা চিকিৎসক পাবেন, সেবা সহায়তাকারী পাবেন ৫০ টাকা এবং হাসপাতাল পাবে ৫০ টাকা। এছাড়া সহযোগী অধ্যাপক বা সিনিয়র কনসালটেন্টের ফি ৪০০ টাকা। এর মধ্যে চিকিৎসক পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপক বা জুনিয়র কনসালটেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী চিকিৎসকের ফি ৩০০ টাকা, যার মধ্যে ২০০ টাকা চিকিৎসক পাবেন। এমবিবিএস বা বিডিএস বা সমমানের ডিগ্রিধারী চিকিৎসকদের ফি ২০০ টাকা। এর মধ্যে ১৫০ টাকা চিকিৎসক পাবেন। বাকি টাকা সার্ভিস চার্জ বাবদ কাটা হবে এবং চিকিৎসকদের সহায়তাকারীরা পাবেন। এক্ষেত্রে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুইদিন করে কাজ করবেন। বৈকালিন এ সেবায় চিকিৎসা সেবার পাশাপাশি ছোটখাটো সার্জারি, ডায়াগনস্টিক, ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল টেস্টসহ বিভিন্ন রকম পরীক্ষার জন্যও মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও খরচের একটি অংশ পাবে হাসপাতাল। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক থাকায় বৈকালিন এ সেবা চালু করা হয়েছে বলে জানান বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। তিনি বলেন, প্রথমবারের মতো বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালু করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT