3:58 pm , March 30, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, মাছ, মাংস চালের স্বাধীনতা চাইলে যদি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন কি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় না। রমজান মাসে সারাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে, কিন্তু বরিশালে এখন পর্যন্ত খোলা হয়নি- এতে কি ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে না। একদিকে শ্রমিকদের ওপর নিপীড়ন চলছে, আরেক দিকে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে। তার ওপরে দেখলাম বরিশাল সিটি করপোরেশন শ্রমিকদের মাঝে শৃঙ্খলার নামে ইজিবাইক নিয়ে রাজনীতি শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স দেয়ার পাশাপাশি সিটি করপোরেশনের অনুমোদনের নামে প্রকৃত চালকদের বঞ্চিত করা, বৈষম্য ও হয়রানি বন্ধ করাসহ বরিশাল নগরে চলাচলরত প্রকৃত চালকদের অনুমোদন দেয়ার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।এসময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলাহকে উদ্দেশ্য করে ডা. মনীষা বলেন, ইজিবাইক শ্রমিকদের প্রতি যদি আপনার সহানুভূতি থাকতো, তাহলে জনপ্রতিনিধি হিসেবে আপনার উচিত ছিলো বরিশালে ইজিবাইকের সাথে জড়িত তিনটি সংগঠনের নেতাদের নিয়ে বসার। তারপর প্রকৃত চালকদের তালিকা নিয়ে যদি সমন্বিতভাবে অনুমোদন দেয়া, সিরিয়াল নাম্বার দেয়ার উদ্যোগ নিতেন তাহলে আপনাকে সাধুবাদ জানাতাম। ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য শহীদুল ইসলামসহ শ্রমিক নেতারা। ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইউব আলী, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৫ নং ওয়ার্ড শাখার সভাপতি শাহিন শরীফ, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।