3:56 pm , March 30, 2023
বিশেষ প্রতিবেদক ॥ প্রধান তথ্য কমিশনার (সিআইসি) আব্দুল মালেক বলেছেন, মানুষ ধীরে ধীরে তাদের তথ্যের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এবং তারা এখন এই আইনের অধীনে বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের প্রয়োজনীয় তথ্য চাইছে।
প্রধান তথ্য কমিশনার বলেন, আইসি এর বার্ষিক রিপোর্ট ২০২২ এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আইসি এর কাছে প্রায় দশ হাজার অভিযোগ দায়ের করা হয় এবং এরমধ্যে প্রায় ৪ হাজার অভিযোগ কমিশন নিষ্পত্তি করেছে। তথ্য প্রদানের জন্য সর্বাধিক সংখ্যক আবেদন গ্রহণকারী ১০টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ই সবচেয়ে বেশি আবেদনকারীকে তথ্য সরবরাহ করেছে বলে জানান সিআইসি। গত ২৮ মার্চ প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর ৩০ মার্চ বৃহস্পতিবার বরিশালের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইসি আবদুল মালেক। এর আগে তিনি তথ্য কমিশনার হিসেবে ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
তথ্য কমিশন সূত্রে জানা গেছে, তথ্যের অবাধ প্রবাহ, জনগণের তথ্যের অধিকার পাওয়া, রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার জন্যই আরটিআই আইন প্রণয়ন করা হয়। ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই আইনটি প্রণয়ন করে এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশনে (৫ এপ্রিল, ২০০৯) এটি পাস হয়। আরটিআই আইনের ১১ ধারা অনুযায়ী সরকার ১ জুলাই ২০০৯ থেকে তথ্য কমিশন বা আইসি গঠন করে। কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য সচিব মর্তুজা আহমেদ (সিআইসি)। অপর দুই কমিশনার যথাক্রমে সাবেক সিনিয়র সচিব ড. আবদুল মালেক ও সুরাইয়া বেগম।
তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ সংক্রান্ত বরিশাল জেলা কমিটির মতবিনিময় সভায় উঠে আসে এসব তথ্য। ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম , বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সনাক সভাপতি ও নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বরিশালের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, জেলা তথ্য তথ্য অফিসের উপপরিচালক রিয়াদুল ইসলাম। এসময় জেলা তথ্য অফিসের উপপরিচালক রিয়াদুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কমিশন তাদের তথ্যের অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি, জনসচেতনতামূলক সভা এবং কর্মশালার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় বরিশালের এই মতবিনিময় সভা। রিয়াদুল ইসলাম আরো বলেন, প্রধান তথ্য কমিশনার নিয়োগ লাভের পর বরিশাল থেকে সিআইসি আবদুল মালেক এর প্রথম সফর ও মতবিনিময় শুরু হয়েছে। তিনি বরিশালে আমাদের কার্যক্রম সম্মৃদ্ধ করতে ওয়েবসাইট চালুসহ সংশ্লিষ্ট সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।