3:13 pm , March 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের অনুমোদনের নামে পক্ষপাতিত্ব, প্রকৃত চালকদের বঞ্চিত করা, বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে এবং নগরীতে সকল চলাচলরত ইজিবাইকের প্রকৃত চালকদের অনুমোদনের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে নগরীর ফকিরবাড়ি রোডের ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা ডা: মনীষা চক্রবর্তী বলেন, গত ২৬ মার্চ থেকে বরিশাল সিটি করপোরেশন সড়কে শৃঙ্খলার কথা বলে ইজিবাইকের অনুমোদন দেওয়া শুরু করেছে। চালকদের অসহায়ত্বের সুযোগে নতুন ধরণের চাঁদাবাজির পায়তারা করছে। প্রকৃত চালকদের ইজিবাইক সহ অনুমোদন না দিয়ে সিটি করপোরেশন তাদের নিজস্ব লোকজনকে এই অনুমোদন দিচ্ছে। এই ইজিবাইক অনুমোদন দিবে বিআরটিএ। সেখানে সিটি করপোরেশন দিচ্ছে। সিটি করপোরেশন অনুমোদনের নামে পক্ষপাতিত্ব করলে বৃহৎ আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন মনীষা। তিনি আরও বলেন, ২৬ মার্চ থেকে সিটি করপোরেশন ইজিবাইকে নম্বর প্লেট বিতরণ শুরু করেছে। কিন্তু এই নম্বর প্লেট আসলে কাদের মধ্যে বিতরণ করবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। কোনো স্বচ্ছ প্রক্রিয়া অনুসরন করা হয়নি। নানাভাবে প্রচার করা হচ্ছে শুধু ভোটারদের মধ্যে নম্বর প্লেট বিতরণ করা হবে। এটা হলে নগরীতে চলাচলরত অন্তত অর্ধেক প্রকৃত চালক অনুমোদন বঞ্চিত হবেন। আবার অনেকে ভোটার হওয়ার সুবাদে বা সিটি করপোরেশনের ঘনিষ্ঠতার সুবাদে এই অনুমোদন সংগ্রহ করছেন। যা দিয়ে পরবর্তীতে তারা প্রকৃত চালকদের জিম্মি করে লাইসেন্স বানিজ্য করার পরিবেশ তৈরী হচ্ছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি দুলাল মল্লিক, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, আইয়ুব আলী, শাহীন শরীফ, ফজলুর রহমান, মো: রমজান সহ অনেকে উপস্থিত ছিলেন।