কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন

3:12 pm , March 29, 2023

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় শত শত নারী পুরুষ। বুধবার সকাল ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করাহয়।
মানববন্ধনে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু সিকদার, কাঠালিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম রাসেল সিকদার, সদর ইউনিয়নের যুবলীগ সভাপতি মনির হোসেন, সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি তুহিন সিকদার ও ব্যবসায়ী মানিক মিয়া। বক্তারা বলেন, ১৯৭১ সালে বিষখালী নদী ভাঙ্গন শুরু হয়েছে।
১১ একর জমির উপর কাঠালিয়া উপজেলা পরিষদ নির্মান হয়েছে। কিন্তু উপজেলা পরিষদটি বিষখালী নদীর তীরে হওয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মান এখই দরকার, না হলে উপজেলা পরিষদ বিলীন হয়ে যাবে নদীর গর্ভে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT