3:07 pm , March 29, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ এবং ক্রীড়া সংগঠক মোঃ আলমগীর হোসেন খান আলো এই মুহুর্তে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য নগরবাসীর দোয়া চেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাবলু। তিনি জানান, আলোর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ঘটলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ থেকে তাকে বেডে দেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে দুদিন আগে বারডেম হাসপাতালে নেয়া হয়েছে। তিনি সব শুনতে পান। কেউ কথা বললে তাকে চিনতে পারেন ও সাড়াও দেন। তবে খুব একটা নড়াচড়ার সক্ষমতা নেই। লিয়াকত হোসেন খান লাভলু জানান, গত ৩ মার্চ শুক্রবার রাতে তাকে আমেরিকা থেকে দেশে আনা হয়েছে। এয়ারপোর্ট থেকেই সোজা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ সংকটের কারণে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এ নেওয়া হয়। প্রায় ৭০ বছর বয়সী আলমগীর হোসেন খান আলো বারডেম হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং সমীরণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আলমগীর হোসেন খান বরিশালের বেশিরভাগ মানুষের কাছে আলো ভাই হিসেবে পরিচিত। তরুণ বয়সে তিনি একজন দক্ষ ফুটবলার ছিলেন দাবী করে বরিশালের আরেক ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খসরু বলেন, ছোটবেলা থেকেই ফুটবল ও ক্রিকেটে দক্ষ খেলোয়াড় ছিলেন আলমগীর হোসেন আলো। তখন থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত রয়েছেন। তিনি বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে আলমগীর হোসেন আলো প্রথম বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের এডহক কমিটির সেক্রেটারি হন। ১৯৯২ সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে প্রথম সাধারণ সম্পাদক হন। এই কমিটি ১৯৯৮ পর্যন্ত দায়িত্ব পালন করে। পাশাপাশি ২০০৯ সালে আলমগীর হোসেন খান আলো প্রথম বিভাগীয় ক্রীড়া সংস্থার সেক্রেটারি হন। তার উদ্যোগেই বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন হয়। ২০১৪ সালে আলমগীর হোসেন আলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হন। ২০১৮ তেও তিনি পরিচালক হয়ে আজ পর্যন্ত দায়িত্বে রয়েছেন বলে জানান আসাদুজ্জামান খসরু। তিনি আরো বলেন, আলমগীর হোসেন আলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ফুটবল এসোসিয়েশনেরও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বরিশাল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর খান আলো চলতি বছরের জানুয়ারীতে ক্যান্সারে আক্রান্ত ছেলের দেখতে আমেরিকা ছুটে যান। সেখানে গিয়ে ১২ জানুয়ারী তিনি অসুস্থ হয়ে পড়েন। আলোর একমাত্র পুত্র ফয়সাল খান এবং শুভাকাঙ্খি ক্রীড়া সংগঠক মঞ্জরুল আহসান ফেরদৌস এসময় তার পাশেই ছিলেন। ফেরদৌস জানান, আলমগীর খান আলো আমেরিকায় তার অসুস্থ ছেলেকে দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে ডালাসের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। পরবর্তীতে ১ মার্চ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। কেননা তিনি কিছুতেই আমেরিকায় থাকতে রাজী হননি। দেশের মাটিতে, দেশের মানুষের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান বলে তার সন্তান ও পরিবারের সম্মতি নিয়ে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে।