বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ কনষ্টেবল জেলে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ কনষ্টেবল জেলে - ajkerparibartan.com
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ কনষ্টেবল জেলে

3:06 pm , March 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধষণের মামলায় পুলিশ কনষ্টেবলকে জেলে পাঠিয়েছে আদালত। বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন ওই কনষ্টেবল। ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানিয়েছেন।
কারাগারে যাওয়া পুলিশ কনষ্টেবল হলেন এনায়েত হোসেন (৪২)। সে বরিশাল জেলা পুলিশ লাইনে সংযুক্ত অবস্থায় রয়েছেন জানিয়ে মামলার বাদি জানান, হিজলা থানায় কর্মরত ছিলেন এনায়েত। মামলার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, গত ১৪ জুন কিশোরী বাদী হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করে। মামলার পর কনষ্টেবল উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলো। জামিনের মেয়াদ এসে নি¤œ আদালতে হাজির হয়। আদালত তার জামিনের মেয়াদ না বাড়িয়ে জেলে পাঠিয়েছে।
মামলায় আনা অভিযোগের বরাতে বাদী কিশোরী বলেন, পাশাপাশি উপজেলার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয়। বিয়ের প্রলোভন দিয়ে ২০২০ সালে ১ নভেম্বর তাকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় নেয়। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করে। বিয়ের জন্য চাপ দিলে সুকৌশলে পালিয়ে আসে। পরে আবার বিয়ে করবে জানিয়ে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT