পুলিশ পরিচয়ে ফল ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা পুলিশ পরিচয়ে ফল ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা - ajkerparibartan.com
পুলিশ পরিচয়ে ফল ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা

3:29 pm , March 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ পরিচয়ে ফল ব্যবসায়ী জাকির হোসেনের নয় হাজার নয়শ টাকার খেজুর নিয়ে চম্পট দিয়েছেন এক ব্যক্তি। নগরীর সদর রোডে বিবিরপুকুরের পশ্চিম পাড়ে রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার ব্যবসায়ী জাকির জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পরে দোকানে এসে পুলিশ পরিচয়ে বাকিতে খেজুর নেন। টাকা দেওয়ার কথা বলে ভাগ্নে রায়হানকে সঙ্গে নিয়ে নগরীর একটি আবাসিক হোটেলে যান। হোটেলের যাওয়ার পথে রায়হানকে ওই ব্যক্তি জানান তিনি আমার (জাকির) পূর্বপরিচিতি ও নিয়মিত গ্রাহক। হোটেলে পৌঁছানোর পর রায়হানকে আরও তিন কেজি খেজুর লাগবে জানিয়ে দোকানে পাঠিয়ে দেয়। রায়হান তাকে হোটেলে রেখে তিন কেজি খেজুর নিতে আসে। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সেই হোটেলে গিয়ে দেখি ওই ব্যক্তি পালিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT