ভোলায় যুবককে পিটিয়ে হত্যা ॥ আটক ৪ ভোলায় যুবককে পিটিয়ে হত্যা ॥ আটক ৪ - ajkerparibartan.com
ভোলায় যুবককে পিটিয়ে হত্যা ॥ আটক ৪

3:26 pm , March 28, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় জমি নিয়ে বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারেক মাহমুদ বাবু নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার রাজাপুরে রাত সাড়ে ৮টায় ক্লোজার বাজার সংলগ্ন রাস্তায় এই হত্যার ঘটনা ঘটে। থানা পুলিশ এবং স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঐ বাজারেই জমি নিয়ে স্থানীয় একটি গ্রুপের সাথে দ্বন্দ ছিলো। এ ছাড়া মাদক নিয়েও বেশ কিছুদিন ধরে তিনটি গ্রুপের মাঝে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে। তারই রেশ ধরে রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে অটোরিক্সায় করে বাড়ি যাবার পথে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে তারেক বাবুর রিক্সার পথরোধ করে দূর্বত্তরা। কিছু বুঝে উঠার আগেই হামলা চালায়। এসময় তারেক মাহমুদ বাবুকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ইলিশা ফেরিঘাটে অবস্থা খারাপ হয়। পূনরায় সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে। ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে মিজানুর রহমান হারুন, তরিকুল ইসলাম রনি, কামরুল ইসলাম ও আলাউদ্দিন নামের ৪ জনকে আটক করে পুলিশ।
এদিকে নিহতর পরিবার এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারীতে একাকার হয়ে যায় গ্রামের মানুষ। সবাই অবাক কেন হত্যাকান্ড। হত্যার সুষ্ঠ তদন্ত করে সঠিক অপরাধীদের বিচার দাবী এলাকাবাসীর।
অপরদিকে এঘটনায় সদর মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালিয় ৪ জনকে আটক করা হয়েছে বলে সদর মডেল থানার ওসি মো: শাহীন ফকীর জানান। তিনি আরো বলেন, বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT