দেড়শ’ কেজি নকল ডিটারজেন্ট উদ্ধার দেড়শ’ কেজি নকল ডিটারজেন্ট উদ্ধার - ajkerparibartan.com
দেড়শ’ কেজি নকল ডিটারজেন্ট উদ্ধার

4:00 pm , March 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে ট্রাকে করে ভ্রাম্যমানভাবে বিক্রি করা অবস্থায় ১৫০ কেজি নকল ডিটারজেন্ট উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
নকল ডিটারজেন্ট বিক্রি করায় ভ্রাম্যমান বিক্রেতা পলাশ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুমি রাণী মিত্র বলেন, বাজারে রিন নামে ওয়াশিং পাউডার রয়েছে। এ পণ্যের প্যাকেটের আদলে রিম নামে ডিটারজেন্টের প্যাকেট ট্রাকে করে ভ্রাম্যমানভাবে বিক্রির জন্য নগরীতে নিয়ে আসে। গোপনে এ খবর পেয়ে নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমানভাবে বিক্রি করা অবস্থায় পলাশকে আটক করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় ৫০০ গ্রাম ওজনের রিম নামের নকল ডিটারজেন্টের ৩০০ প্যাকেট।
সুমি রাণী মিত্র বলেন, নকল পণ্য বিক্রির দায়ে পলাশকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা নকল ডিটারজেন্ট ধ্বংস করা হয়েছে।
নগরীর নতুন বাজারেও অভিযান চালানো হয়েছে জানিয়ে সহকারী পরিচালক বলেন, ওই বাজার থেকে মুল্য তালিকা না থাকায় চার ভ্রাম্যমান ব্যবসায়ীর কাছ থেকে আরো ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে কোতয়ালী মডেল থানা ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT