3:57 pm , March 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বোর্ড থেকে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৬৭৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ফলাফলের ভিত্তিতে মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ বৃত্তি দেওয়া এসব শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ডা। প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাবিভাগ থেকে মোট ৫৭ জন মেধাবৃত্তিন ও ৬১৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছেন। এতে জানানো হয়, মোট ৫৭ জন মেধাবৃত্তি পাচ্ছেন। যারমধ্যে বিজ্ঞান বিভাগের ২৬ শিক্ষার্থী, মানবিক বিভাগের ১৫ শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৬ শিক্ষার্থী রয়েছেন। সাধারণ বৃত্তি পাচ্ছেন ৫৬১ শিক্ষার্থী। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ১৫৪ জন ছাত্র ও ১৫৪ জন ছাত্রীসহ মোট ৩০৮ জন। মানবিক বিভাগে ৭৭ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রীসহ মোট ১৫৪ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৭৭ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রীসহ মোট ১৫৪ জন শিক্ষার্থী রয়েছেন। মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৮২৫ টাকা ও সাধারন বৃত্তি প্রাপ্তদের ৩৭৫ টাকা হারে প্রদান করা হবে।