3:56 pm , March 27, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রনি (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা মো: ফিরোজ শেখ (৩৯) গুরুতর আহত হয়েছে। মৃত রনির বাড়ি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২নং ওয়ার্ডে। বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ফিরোজ শেখ জানান রোববার আনুমানিক সাড়ে তিনটার দিকে ছোট ছেলেকে সাথে করে জাল ও নৌকা নিয়ে নদীতে যান। কিছু সময়ে পরে আকাশে মেঘ দেখে জাল তুলে বাড়ি ফেরার সময় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। নৌকা নিয়ে বাড়ির কাছাকাছি আসতেই বিকট শব্দে তিনি জ্ঞান হারিয়েছেন। পরে হাসপাতালে তার জ্ঞান ফেরে। মৃত রনির মামা মো: বেল্লাল মিয়া বলেন, বিকেলে ভাগিনা সহ তার বোন জামাই নদীতে মাছ ধরতে যায়। বাড়ি ফেরার পথে নদীতে ব্রজপাতে তার ছোট ভাগিনার মৃত্যু হয়েছে। নদীতে থাকা অন্য জেলেরা তাদের হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রনিকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই বজ্রপাতে ছেলেটি নিহত হয়েছে। আহত পিতা ফিরোজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে । নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জাফর আহমেদ জানান, বিকেলে বাবা ছেলে নদীতে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে জেলে ফিরোজের সাথে থাকা তার পুত্র রনির মৃত্যু হয়েছে। আহত জেলে হাসপাতালে ভর্তি আছেন।