3:32 pm , March 25, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার এর যৌথ আয়োজনে জগৎপট্টি ও জগন্নাথকাঠি বন্দরে ভ্রাম্যমান আদালাত ৬ দোকানীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার ও ভোক্তা অধিকাার পিরোজপুরের উপপরিচালক দেবাশীষ বাছারের নেতৃত্বে ওই আদালত পরিচালিত হয়। জগৎপট্টি বন্দরের সাতক্ষীরা, ও জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার করে ও ছারছীনদারুচ্ছুন্নত মুসলিম মিষ্টান্ন ভান্ডরকে ৩ হাজার টাকা ও জগন্নাথকাঠি বন্দরের ঘোষ , সকাল সন্ধ্যা ও শ্রীধাম সাহার মিষ্টির দোকানে ৪ হাজার টাকা করে ১২ হাজার সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকলের বিরুদ্ধেই পরিস্কার পরিচ্ছন্নতার অভিযোগে ওই জরিমানা করা হয়েছে।