3:31 pm , March 25, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর দক্ষিণ আলেকান্দা ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। সভায় সভাপতিত্ব করেন ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ শাহজাহান খান ও বরিশাল সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সাহিদা বেগম।