ঝালকাঠি জেলা প্রশাসনের গণহত্যা দিবস পালিত ঝালকাঠি জেলা প্রশাসনের গণহত্যা দিবস পালিত - ajkerparibartan.com
ঝালকাঠি জেলা প্রশাসনের গণহত্যা দিবস পালিত

3:31 pm , March 25, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতি। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মো: মইনুল হক (পিপিএম সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় শিশু শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT