3:28 pm , March 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বাউফলে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবি শিক্ষার্থী নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পির হত্যাকারীদের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ করেছেন স্বজন ও শিক্ষার্থীরা। তারা খুনি রায়হান, সৈকত, নাঈম, হাসিবুল ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন। মানববন্ধনে মোস্তফা আনসারীর মা নার্গিস বেগম, বোন মার্জিয়া আক্তার সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গতকাল শনিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সদররাড অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালনকালে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
এতে বক্তব্য রাখেন নাফিজের মা নার্গিস বেগম, বোন মার্জিয়া আক্তার, মামা নুরুজ্জামান, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন, ইমন, ইলিয়াস, শিক্ষার্থী জসিম, কবির, বেলায়েত প্রমুখ।