3:37 pm , March 23, 2023
হিজলা প্রতিবেদক ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। এসব যড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার হিজলা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. শাম্মি আরো বলেন, দলীয় বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকি, তাই এলাকায় আসতে পারি না। কখনো হিজলা মেহেন্দীগঞ্জে এসে রাজনীতি করার ইচ্ছা ছিল না। যখন শুনতে পাই এখানে আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতনের শিকার হয়। তখন শুনতে খুব কষ্ট হয়। তাই প্রধানমন্ত্রীর নিদের্শনায় আপনাদের মাঝে আসছি। আমার বাবার প্রতি আপনাদের যে ভালবাসা আমি দেখছি, তাই আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাসেমূল উলূম ইসলামীয়া মাদরাসার মাঠে কর্মী সমাবেশ হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগরের সহ সভাপতি এ্যাড. আফজালুল করীম, জেলার যুগ্ন সাধারন সম্পাদক মুনসুর আহমেদ, মেহেন্দীগঞ্জের আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক সাহাব আহমেদ প্রমুখ।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ এনায়েত হোসেন হাওলাদার।