3:35 pm , March 23, 2023
হিজলা প্রতিবেদক ॥ হিজলায় হতদরিদ্র নারীর দুই বছরের ভিজিডির চাল আত্মসাৎ করেছে উপজেলা মৎস্য দপ্তরের নদী পাহাড়াদার। এমন অভিযোগ করেছেন উপজেলার মেমানিয়া ইউনিয়নর ডাইয়া গ্রামের মালেক মোল্লার স্ত্রী হাজেরা বেগম (৫৫)।
অভিযুক্ত নদী পাহাড়াদার বারেক মোল্লা ওই নারীর প্রতিবেশি ও মেমানিয়া ইউনিয়নের সংরক্ষিত সদস্যর আত্মীয়।
ভুক্তভোগী হাজেরা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে পরিষদে রেশন কার্ড অনলাইন করতে গেলে জানতে পারে তার নামে একটি ভিজিডি কার্ড রয়েছে। কিন্তু ভিজিডি কার্ডের বিষয়ে কিছুই জানেন না।
হাজেরা বেগম বলেন, দুই বছর পূর্বে বারেক মোল্লা ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নিয়েছিল। তার নামে ভিজিডি কার্ডের বিষয়ে বারেক মোল্লার কাছে জানতে চাইলে এ ঘটনায় বাড়াবাড়ি করতে নিষেধ করেন। ভিজিডি কার্ডের চাল আত্মসাৎকারী বারেক মোল্লার ভাই সফিক মোল্লার স্ত্রী ওই ওর্য়াডের সংরক্ষিত ইউপি সদস্য।
মেমানিয়া ইউনিয়নের ডাইয়া গ্রামের ইউপি সদস্য নোমান সরদার জানায়, ওই মহিলার নামে রেশন কার্ড করতে গিয়ে জানতে পারি তার নামে ভিজিডি কার্ড রয়েছে। তবে ওই মহিলার কার্ডের চাল কে নিয়েছে আমার জানা নেই।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানায়, হাজেরা বেগমের ভিজিডি কার্ডের বিষয়ে ওই ওর্য়াডের মহিলা সদস্য বলতে পারবেন। ওই মহিলার ভিজিডি কার্ড তখনকার মহিলা ইউপি সদস্য করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার বলেন এ ঘটনা তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।