3:08 pm , March 23, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। আয়োজনমালায় থাকছে আলোচনা, সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ‘স্বাধীনতা তুমি চিরভাস্বর, সকাল ০৮টা ২০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার ঘোষণা’ ; সকাল পৌনে ৯টায় বিশেষ অনুষ্ঠান ‘অগ্নিঝরা মার্চ’; সকাল ১০টা ৫০ মিনিটে জারীগান; বিকেল ০৪টা ৫ মিনিটে গীতিনকশা ‘চেতনায় স্বদেশ তুমি’; বিকেল সোয়া ৫টায় আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনায় দেশগঠন’। বিকেল পৌনে ৬টায় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘যুদ্ধদিনের স্মৃতি’; সন্ধ্যে ০৬টা ৩৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘স্বাধীনতার লাল সূর্য’; রাত ১০টায় গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘রক্তিম সূর্যোদয়’; রাত সাড়ে ১০টায় প্রামাণ্য অনুষ্ঠান ‘বেতার বিবরণী’। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম রিলে করা হবে ভোর ০৫টা ৫৭ মিনিটে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।