বাকেরগঞ্জে প্রানী সম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ উদ্ধার বাকেরগঞ্জে প্রানী সম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ উদ্ধার - ajkerparibartan.com
বাকেরগঞ্জে প্রানী সম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ উদ্ধার

3:06 pm , March 23, 2023

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার বিষখালী নদী থেকে প্রানী সম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নদী থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
সাবেক ওই হেডক্লার্ক হলেন শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খান (৭৫)। সে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওয়কাঠি গ্রামের বাসিন্দা ও প্রানী সম্পদ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের হেডক্লার্ক ছিলেন।
রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষখালী নদীর নাইয়া পাড়া এলাকা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পরিবারের বরাতে ইউপি সদস্য বলেন, বিকেলে বৃষ্টির পর সে ঘর থেকে বেড়িয়ে পাশের বাজার মীরের হাটে আসে। এরপর কি হয়েছে কেউ বলতে পারে না। পরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।
বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিভাবে পড়েছেন সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। মৃতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। তবুও লাশের ময়না তদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমত্যুর মামলা হবে।##

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT