ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় নারীর ভ্রুন নষ্ট হওয়ার অভিযোগ ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় নারীর ভ্রুন নষ্ট হওয়ার অভিযোগ - ajkerparibartan.com
ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় নারীর ভ্রুন নষ্ট হওয়ার অভিযোগ

4:19 pm , March 22, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি সদরের কেওড়া ইউনিয়নের বামনীকাঠি গ্রামে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী ৩৫ বছর বয়সী শাহীনুর বেগম নামে এক মহিলার ভ্রুন নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত শাহীনুর বেগম দিনমজুর আ: রহমানের স্ত্রী। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, একই এলাকার ওমর ফারুক হাওলাদারের পুত্র মো: সবুজ হাওলাদার, মৃত হোসেন আলী হাওলাদারের পুত্র মো: ওমর ফারুক হাওলাদার ও মো: রুহুল আমীন হাওলাদারের পুত্র তুহিন হাওলাদার সাথে ভুক্তভোগী নারীর ছেলের মোবাইল নিয়ে তর্ক হলে সবুজ হাওলাদার, মো: ওমর ফারুক ও তুহিন হাওলাদারসহ অজ্ঞাত কয়েকজন মিলে ওই নারীকে প্রচন্ড মারধর করে আহত করে। পরে ১৯ মার্চ দুপুর ১২.২৫ মিনিটি আহত নারী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে এরে কতৃব্যরত ডাক্তার তাকে ফিমেল সার্জারী ওয়ার্ডে ভর্তি করান যার রেজি: নং- ২৫৯৯/২০। ঝালকাঠি সদর হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান আহত নারীকে আলট্রাসনোগ্রাম করার উপদেশ প্রদান করলে আলট্রাসনোগ্রামে তার গর্ভের ভ্রুণ নষ্ট হয়ে যাওয়ার রিপোর্ট আসে বলে ভুক্তভোগী নারী জানান।
এ বিষয় ঝালকাঠি সদর থানার এসআই সুজন বলেন, “১৯ মার্চ উক্ত ঘটনায় এক খানা অভিযোগ পাওয়া গেছে। তিনি থানার ওসির সাথে এ বিষয়ে কথা বলার জন্যে পরামর্শ প্রদান করেন।”
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান জানান, “ ভুক্তভোগী মহিলা আহত হওয়ার খবর শুনেছি এবং মহিলার আলট্রাসনোগ্রামের রিপোর্টে গর্ভের ভ্রুন নষ্ট হওয়ার রিপোর্ট এসেছে বলে জেনেছি। উক্ত মহিলা ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনও মামলা রুজু হয় নাই।”
অভিযুক্ত ওমর ফারুক ও সবুজ হাওলাদার জানান, “মহিলার অভিযোগ সঠিক নয়। আমরা এভাবে তাকে মারধর করি নাই।”

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT