4:18 pm , March 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ যথাযথ ভাবে হিন্দু রীতি পালন করে শ্রাদ্ধানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো লর্ড টেইলার্স ও সানমুন টেইলার্সের স্বত্ত্বাধীকারী নিতাই চন্দ্র রায়ের শেষকৃত্য। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সহ বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যবসায়ি, চাকুরিজীবি, সাংবাদিক, আইনজীবি,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ তার আপনজনেরা। গত ২০ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সকাল ১০টায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, অত্যন্ত সৎ ও সদালাপি হিসেবে নিতাই চন্দ্র রায়ের সুনাম ছিল।