4:12 pm , March 22, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া আরজুমনি স্কুল সংলগ্ন বাসিন্দা দিনমজুর বশির হাওলাদের শিশু সন্তান জিহাদ (১২) নিখোঁজ হওয়ার ১৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। গত ৫ মার্চ কোতয়ালী মডেল থানাধীন শহরতলী চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট নামক স্থান থেকে নিখোঁজ হয় জিহাদ। এরপর বিভিন্ন স্থানে জিহাদকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বশির হাওলাদার কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী জিহাদের সন্ধান দিতে পারেনি।