তরমুজ পিস হিসেবে কিনে কেজিতে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা তরমুজ পিস হিসেবে কিনে কেজিতে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা - ajkerparibartan.com
তরমুজ পিস হিসেবে কিনে কেজিতে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

4:07 pm , March 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করায় বরিশালে ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে বরিশাল নগরের  চৌমাথা বাজার এলাকায় ফলের দোকানে এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগীতা করে র‌্যাব-৮ এর সদস্যরা। অভিযান শেষে সহকারি পরিচালক সাফিয়া সুলতানা জানান , বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও পবিত্র মাহে রমজানকে  কেন্দ্র করে কেজি দরে তা বিক্রি শুরু করেন খুচরা  বিক্রেতারা। এমন খবরে অভিযানে নেমে সত্যতা পেয়ে ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসকে কেন্দ্র করে এ ধরনেরন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT