4:03 pm , March 22, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালসহ দেশের তিন জেলার তিনটি আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম একটি পরিবারও গৃহহীন থাকবে না। সেই ধারাবাহিকতায় আমরা গৃহহীনদের ঘর করে দিচ্ছি। আমাদের পদক্ষেপের ফলে দেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলা এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে। সেখানে আর কোনো মানুষ ভূমিহীন নেই, গৃহহীন নেই। এর আগে ৫২টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছিলাম। ইনশাল্লাহ একটি জেলাতেও কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।’ বরিশাল জেলার ৪টি উপজেলাসহ সারাদেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরুপে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়ালো ৯টি এবং উপজেলার সংখ্যা ২১১টি। এছাড়াও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে বরিশাল জেলার ১৫০১ টি পরিবারের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তর করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাসহ সারাদেশের সকল উপজেলায় চতুর্থ ধাপের ৩৯ হাজার ৩৬৫টি উপহারের ঘর ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল- ২ (বানারিপাড়া- উজিরপুর) আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৪ (হিজলা মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। একই সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে ‘‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’’ শ্লোগানে আশ্রয়ন প্রকল্প তৈরী ও তা ভূমি ও গৃহহীনদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর উপহারের ঘর হিসেবে স্বীকৃতি পায় এই কার্যক্রম। যা পরবর্তীতে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রম হিসেবে চলমান রয়েছে। উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলায় ৫ হাজার ৯৩৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবার তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ৫ হাজার ৯৩৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে বিভিন্ন পর্যায়ে ৩ হাজার ২৪০টি গৃহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এবং উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করেন।
উৎসবমুখর বানারিপাড়ার প্রধানমন্ত্রীর পক্ষে ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহহীণ পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন শেষে বানারীপাড়া উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ভূমি ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করেন অতিথিরা। একইসাথে জেলার ৪টি উপজেলা বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী ও বাবুগঞ্জকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। ৪র্থ পর্যায়ে বরিশাল জেলার ১০টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৫০১টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে দলিলপত্রসহ গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হয়।