3:39 pm , March 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোটেল কর্মী নিরব (৩৫) পরিবার নিয়ে নগরীর কাশিপুরের চৌমাথা এলাকায় বসবাস করতো। তার বাড়ি ভোলায়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, নিহত নিরব পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। সকালে হোটেল থেকে ফোন দিয়ে তার কোন হদিস না পাওয়ায় বাসায় খুঁজতে গিয়ে তার লাশ দেখতে পায় হোটেলের অন্য কর্মচারি ও বাসার মালিক। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, বাসায় নিরব একাই ছিলো। তার পরিবার বেড়াতে গিয়েছিলো। লাশের পা যেহেতু খাটের সাথে লেগে ছিলো তাই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।