১৮ বছর পর রায় : বরিশালে যৌন নির্যাতনকারীর যাবজ্জীবন ১৮ বছর পর রায় : বরিশালে যৌন নির্যাতনকারীর যাবজ্জীবন - ajkerparibartan.com
১৮ বছর পর রায় : বরিশালে যৌন নির্যাতনকারীর যাবজ্জীবন

3:38 pm , March 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নির্যাতনকারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দিয়েছে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ন কবির ও বিশেষ পিপি এ্যাড. ফয়েজ আহম্মেদ।
দ-িত আবুল কালাম মোল্লা রায় ঘোষনার সময় পলাতক ছিলো। সে নগরীর ২৩ নং ওয়ার্ডের উত্তর সাগরদী ইসলামপাড়া এলাকার বাসিন্দা মৃত নয়ন মোল্লার ছেলে।
বিশেষ পিপি এ্যাড. ফয়েজ আহম্মেদ জানান, চিকিৎসকের প্রতিবেদন, সাক্ষ্য প্রমানে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমানিত হওয়ায় এক আসামীকে যাবজ্জীব কারাদ- দেয়া হয়েছে। আসামী রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলো না। প্রায় ১৮ বছর আগে এ মামলা হয়েছিলো বলে জানিয়েছেন তিনি। বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, চকোলেট দেয়ার প্রলোভন দিয়ে ২০০৫ সালের ১৯ জুন ৫ বছর বয়সী শিশু কন্যাকে পুকুর পাড়ে নিয়ে যৌন নির্যাতন করে কালাম মোল্লা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ২৮ জুন যৌন কালাম মোল্লাকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করে। কোতয়ালী মডেল থানার এসআই মো. মোশারেফ হোসেন একমাত্র আসামী কালাম মোল্লাকে অভিযুক্ত করে ২০০৫ সালের ২৯ জুলাই আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১২ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT