4:00 pm , March 20, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের ৪ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার পাশাপাশি আগামীকাল ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ উপজেলার ভূমিহীন ও গৃহহীন দেড় হাজার পরিবারকে দলিলপত্রসহ ঘর হস্তান্তর করবেন। ২০ মার্চ বরিশাল জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য মুজিববর্ষ ঘোষণা করা হয়। এ বর্ষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে ‘‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনার প্রেক্ষিতে ভূমি ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলায় ৫ হাজার ৯৩৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার তালিকাভূক্ত করা হয়েছে। এসব পরিবারের মধ্যে বিভিন্ন পর্যায়ে ৩ হাজার ২৪০টি গৃহ ইতিপূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করেছেন।
তিনি আরো বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগামী ২২ মার্চ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় ও চতুর্থ ধাপের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল জেলা প্রশাসনের এই কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এসময় জেলার আশ্রয়ন প্রকল্পের ঘরের একটি পরিসংখ্যান তুলে ধরে জানান, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হা?সিনা ৪র্থ পর্যা?য়ে ভূ?মিহীন ও গৃহহীন প?রিবার?কে জ?মি ও গৃহপ্রদান কার্যক্রমের উ?দ্বোধণ ক?রবেন। সেদিন ভূমি ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। ৪র্থ পর্যা?য়ে ব?রিশাল জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৫০১টি পরিবার জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পাশাপাশি বরিশাল জেলার বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘেষণা করা হবে।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের দেয়া সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলায় ৪৪ টি, বাকেরগঞ্জে ২৭৭ টি, মেহেন্দিগঞ্জে ১৭৩টি, উজিরপুরে ১৮২ টি, বানারীপাড়ায় ১৪২টি, গৌরনদীতে ৩৪১ টি, মুলাদীতে ৪৫ টি, বাবুগঞ্জে ১৩০ টি, হিজলায় ১২৭ টি এবং আগৈলঝাড়ায় ৪০টিসহ মোট ১৫০১ টি গৃহ হস্তান্তর করা হবে। অসমাপ্ত বাকি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার ও আরডিডি বরিশাল এম রকিবুল হাসান।