মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেয়েছে ৮৮ জন সদস্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেয়েছে ৮৮ জন সদস্য - ajkerparibartan.com
মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেয়েছে ৮৮ জন সদস্য

3:59 pm , March 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শতভাগ স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে মনোনীত ৭৫ জন পুরুষ সদস্য ও ১৩ জনসহ নারী সদস্যসহ মোট ৮৮ জন তরুন-তরুনীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে তাদের শুভেচ্ছা জানানো হয়। তাদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। ফলাফলের চূড়ান্ত কপি হাতে পেলেও নিজের চোখকেও যেন বিশ্বাস করাতে পারছেন না সদ্য চাকরি পাওয়া সদস্যরা। চাকরি পাওয়ায় খুশি তাদের পরিবার। জেলা পুলিশের পক্ষে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী পুলিশ। পুলিশের ভাবমূর্তি অব্যাহত রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে স দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
শুধুমাত্র মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও অনিয়ম না হয় সে ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগের প্রায় কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জেলার বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়েছে। আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। পুলিশের চাকরিতে ঘুষ লাগে না জানিয়ে সকলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন নিয়োগ বোর্ডের সভাপতি। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ ও গৌরনদী সার্কেল, বরিশালসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রাথমিকভাবে মনোনীতদের বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে মেডিকেল টেস্ট সম্পন্ন করে পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসাপাতাল রাজারবাগ, ঢাকায় চূড়ান্ত মেডিকেল টেস্ট শেষে তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT