কলেজ শিক্ষার্থীকে হত্যা করার চেষ্টার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ কলেজ শিক্ষার্থীকে হত্যা করার চেষ্টার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ - ajkerparibartan.com
কলেজ শিক্ষার্থীকে হত্যা করার চেষ্টার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

3:49 pm , March 19, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ সরকারী বরিশাল কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম রিজনকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের ৮টি কলেজের কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ করেছে।
গতকাল রোববার বেলা ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি শেষে নগরীতে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষার্থী এইচ.এম রাব্বির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন  সাংবাদিক মনিরুজ্জামান খান,শিক্ষার্থী  মঈন, ইমন, নোমান, নিলয়, তানভির, সোহান, রাইয়ান, আহত রাকিবুলের বোন সুমাইয়া আক্তার, টুম্পা আক্তার,ভগ্নিপতি সায়মন হোসেন ও আব্দুল জব্বার প্রমুখ। সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী রিজনের বিচারের দাবীতে নগরীর অমৃত লাল দে কলেজ ,সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, কাশিপুর স্কুল এন্ড কলেজ, সরকারি আলেকান্দা কলেজ সহ ৮টি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।  কিশোর গ্যাংদের  অপরাধমূলক কর্মকান্ডের  প্রতিবাদ করায়  ১৫ মার্চ বিকালে রাকিবুল ইসলাম রিজন বাসা থেকে বের হয়ে মোটর বাইক নিয়ে কাশিপুর বাজারের দিকে আসার পথে নগরীর ইছাকাঠি প্রধান সড়কের উপর পরিকল্পিতভাবে তার উপর হামলা করে কিশোর গ্যাং লিডার মোঃ রিওয়ন সিকদারের নেতৃত্বে সিহাব, রাকিব, লিখন সিকদার, রাব্বি কাজী,  সাদ ও ইজাজুল ইসলাম আবির সহ অজ্ঞাত আরো ৪/৫ জন।  এঘটনায় রিজনের মা রুবিনা বেগম (৫০) বাদী হয়ে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় নামধারী ৭ জন সহ অজ্ঞাত ২/ ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT