3:44 pm , March 19, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বীরমুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক সংগঠক সাহান আরা বেগমের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ সোমবার। জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আলোচনা করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও আইটিআই (বিশ্ব নাট্য সংস্থা) বাংলাদেশ কেন্দ্রের সেক্রেটারী জেনারেল দেবপ্রসাদ দেবনাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী। স্মরণানুষ্ঠান ছাড়াও তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও গীতি আলেখ্য ‘বীর জননীর আত্মগাঁথা’ অনুষ্ঠিত হবে।