শেবাচিম হাসপাতালে মেডিসিন ওয়াডের্র রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন উপসর্গে শেবাচিম হাসপাতালে মেডিসিন ওয়াডের্র রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন উপসর্গে - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে মেডিসিন ওয়াডের্র রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন উপসর্গে

3:43 pm , March 19, 2023

বিশেষ প্রতিবেদক ॥  নানা অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিটে চিকিৎসাধীন রোগীরা বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালটির মূল ভবনের দক্ষিন-পূর্ব কোনে বছর তিনেক আগে নির্মিত ৫তলা ভবনটিতে ২০২০ সালের মার্চে করোনা ওয়ার্ড এবং গত ডিসেম্বরের শেষভাগে মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিট চালু করা হলেও তা কোন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপযোগী নয়। এ ফলে এ ভবনে মেডিসিন বিভাগের ৪টি ইউনিট স্থানান্তরের পরে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
গত ডিসেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের মূল ভবন থেকে মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিট নব নির্মিত ভবনে স্থানান্তরের আগেই চিকিৎসক এবং মেডিকেল কলেজের ছাত্রÑছাত্রী সহ হাসপাতাল কর্মীদের তরফ থেকেও ভিন্নমত প্রকাশ করা হয়েছিল।
কিন্তু ভবনটির নকশা ও নির্মান পরিকল্পনাকে আমলে না নিয়ে সেখানে মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিট স্থানান্তরের ফলে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি অব্যাহত রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রের মতে, ‘নতুন এ ভবনটিকে আড়াইশ শয্যার হাসপাতাল হিসেবে নির্মান করা হয়েছে। সেখানে ১ হাজার রোগী রাখলে কোন সুস্থ পরিবেশ থাকার কথা নয়’। নির্মান পরিকল্পনা অনুযায়ী ১০তলা  ভবনটির নিচ তলায় বহির্বিভাগ, দোতালায় প্রশাসনিক ব্লক ও ব্যাংক এবং ৩য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত অপারেশন থিয়েটার স্থাপনের কথা ছিল।  সে নকশাতেই ভবনটি নির্মিত হয়েছে। পরবর্তীতে ৬ষ্ঠ তলা থেকে ১০ তলা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড স্থাপনের কথা। কিন্তু ১০ বছর পরে ৫তলা ভবন নির্মানের পরে মূল পরিকল্পনাকে এড়িয়ে সেখানে মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিট চালু করায় সু চিকিৎসার নামে চিকিৎসাধীন রোগীদের শরীর ও মনের নানামুখি সংকট সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ সাধরনণ রোগী এবং স্বজনদের। তবে পুরো ভবনটির নির্মান কাজ যে মানসম্মত হয়নি, সে কথা মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। করোনা মহামারীর শুরুতে তড়িঘরি করে ভবনটির কাজ শেষ করে সেখানেই ‘কোভিড-১৯ওয়ার্ড’ চালু করায় নির্মান প্রতিষ্ঠানকে আর কোন জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে আইনগত জটিলতায় জড়িয়ে এ ভবনটি নির্মানে সময় লেগেছে ১০ বছর। কিন্তু সেখানে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের পর থেকেই চিকিৎসাধীন রোগীদের সীমাহীন দুর্ভোগ ছাড়াও চিকিৎসক ও নার্স সহ সব ধরনের চিকিৎসা কর্মীদের ভোগান্তি এখন সব বর্ণনার বাইরে। এমনকি পর্যাপ্ত আলো-বাতাসের সুবিধাবিহীন নতুন এ ভবনে রোগীদের সাথে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদেরও দম বন্ধ হয়ে আসছে। অনেকেই মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিটকে ‘নরক কুন্ড’ বলেও উল্লেখ করেছেন।
এক হাজার শয্যার অনুমোদিত শের ই বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রতিনিয়ত দেড় হাজারেরও বেশী রোগী চিকিৎসাধীন থাকছে। এমনকি হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিটে অনুমোদিত বেড সংখ্যা প্রায় ৪শ হলেও প্রতিদিন চিকিৎসাধীন থাকছে এক হাজারেরও বেশী। কিন্তু স্বল্প পরিসর, ময়লা আবর্জনা আর দুর্গন্ধযুক্ত এ নতুন ভবনটির ২য় তলা থেকে পাঁচতলা পর্যন্ত বেডের চেয়ে এখন মেঝেতেই রোগীর সংখ্যা বেশী। আলো বাতাস চলাচলের অপ্রতুল সুবিধার এ ভবনটিকে হাসপাতালের জন্য উপযুক্ত নয় বলে দাবী অনেক চিকিৎসকের। এমনকি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে পাঁচতলা ভবনের ওয়ার্ড সমূহে অনেকটাই ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। সরেজমিনে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিট ঘুরে অনেকটা দুঃসহ ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভবনটিতে মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিটের অনুমোদিত সবগুলো বেড ওই ভবনের ২য় তলা থেকে ৫ম তলায় স্থান সংকুলান হয়নি। ফলে বিপুল সংখ্যক মুমূর্ষু রোগীও মেঝেতে পড়ে আছেন। আবার মেডিসিনের পেয়িং বেড ও পেয়িং কেবিন এখনো হাসপাতালের মূল ভবনে রয়ে গেছে। ফলে মেডিসিন ওয়ার্ডের সব রোগীদের দেখভাল করা সহ চিকিৎসা দিতে চিকিৎসকদের দুটি ভবনে ছুটতে হচ্ছে। এমনকি মূল ভবনে পেয়িং কেবিন ও পেয়িং বেডে চিকিৎসাধীন রোগীরা জরুরী প্রয়োজনে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ উঠছে। নতুন ভবনের মেডিসিন ইউনিটের রোগীদের পথ্য আসছে ৩শ মিটার দূরের মূল ভবনের ৫ম তলা থেকে। ফলে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি আর ধুলোÑবালুর রাস্তায় প্রতিদিন তিন বেলা ট্রলিতে ছোট-বড় হাড়ি চাপিয়ে মেডিসিন ওয়ার্ডের রোগীদের খাবার পরিবেশন করতে গিয়েও ক্লান্ত হাসপাতাল কর্মীরা। খাবারের গুনগত মান নিয়েও প্রশ্ন উঠছে। অস্বাস্থ্যকর পরিবেশে নতুন এ মেডিসিন ওয়ার্ডে মেডিকেল কলেজের বিপুল সংখ্যক ছাত্রÑছাত্রীর ক্লাস করার মত পরিবেশ না থাকায় শিক্ষা কার্যক্রমও অনিশ্চয়তার কবলে। হতাশ ছাত্র-ছাত্রীরা বিষয়টি কলেজ অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালককে অবহিত করে গত ৩ মাসেও পরিস্থিতির  উন্নতি না হওয়ায় ক্ষুব্ধ। এ ব্যাপারে হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান ডাঃ আনোয়ার হেসেন বাবলুর সাথে আলাপ করা হলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নতুন ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে’ বলে স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলামের সাথে রোববার সেল ফোনে যোগাযোগের অনেক চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে গত জানুয়ারীর প্রথম সপ্তাহেও এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি বলেন ‘কিছু সমস্যা থাকলেও খুব শীঘ্রই তা অতিক্রম করা সম্ভব হবে। মূল পরিকল্পনায় ‘১ম থেকে ৫ তলা পর্যন্ত ওয়ার্ড স্থাপনের কথা ছিলনা বলে স্বীকার করে হাসপাতালের মূল ভবনে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় জরুরী ভিত্তিতে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তর করতে হয়েছে’ বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি ‘খুব শীঘ্রই এ ভবনটির ৬ষ্ঠ ও ৭ম তলার নির্মান কাজ শুরু হবে বলে জানিয়ে ভবিষ্যতে নতুন ভবনটিতে ৫শ রোগীর সু চিকিৎসার ব্যবস্থা  নিশ্চিত করা সম্ভব’ হবে বলেও জানিয়েছিলেন পরিচালক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT