পাথরঘাটায় মাদক ব্যবসায়ীর হামলায় ডিবি পুলিশের সদস্যসহ আহত ৩ পাথরঘাটায় মাদক ব্যবসায়ীর হামলায় ডিবি পুলিশের সদস্যসহ আহত ৩ - ajkerparibartan.com
পাথরঘাটায় মাদক ব্যবসায়ীর হামলায় ডিবি পুলিশের সদস্যসহ আহত ৩

3:40 pm , March 18, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ মাদক অভিযান পরিচালনার সময় গোয়েন্দা পুলিশের সদস্যসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার পৌনে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হলো, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো. প্রিন্স (৩০), ডিবি সোর্স রিপন ও সাগর। এদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার।
এ ঘটনায় অভিযুক্তরা হলো মুন্সিরহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সৈকত ও আব্দুর রবসহ কয়েকজন স্থানীয় বখাটে।
জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী সৈকতকে ধরতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পাথরঘাটা উপজেলার মুন্সির হাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানের আশে পাশে অবস্থান নেয়। এ সময় সৈকত ঐ দোকানেই মাদক বেচাকেনা করছিল। তখন দুজন গোয়েন্দা পুলিশ সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুড়ি বের করে হামলা করে। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, সৈকতের নেতৃত্বে কিছু কিশোর গ্যাং মাদক ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত। এদের বিরুদ্ধে পাথরঘাটা থানায়, মাদক, মারামারি, কিশোরী অপহরণের হুমকি, ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এই সৈকতের ভয়ে তার বিরুদ্ধে কেহ মুখ খুলতে চায়না।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের দোকানে আসামী আছে কিনা এটা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চায়ের দোকানদার জাকারিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT