3:39 pm , March 18, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ নগর বাউল জেমস আসছেন ভা-ারিয়ায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে আজ আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন জেমস, প্রতিক হাসান ও ঐশি।
আয়োজকরা জানিয়েছেন, বিকেল তিন টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে গান গাইবেন জেমস, প্রতিক হাসান ও ঐশি। শনিবার বিকেলে হাসপাতাল মাঠ পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যন মিরাজুল ইসলাম বলেন, জেমস এর আগমন উপলক্ষে ভক্তরা খুশিতে মেতে উঠছেন। মাঠের চার পাশ সাজানো সহ ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠে দর্শকদের বসার জন্য বিশেষ চেয়ার বসানো হয়েছে।
ভা-ারিয়া থানার ওসি মোঃ আসিকুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সফল করতে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।