কোমর ভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু  ভোট হওয়ার সম্ভাবনা নেই : আলতাফ চৌধুরী কোমর ভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু  ভোট হওয়ার সম্ভাবনা নেই : আলতাফ চৌধুরী - ajkerparibartan.com
কোমর ভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু  ভোট হওয়ার সম্ভাবনা নেই : আলতাফ চৌধুরী

3:35 pm , March 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এই সরকারের নতজানু কোমর ভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু ভোট হওয়ার  সম্ভাবনা নেই। বিএনপি একটি নির্বাচনমুখি দল। বিএনপি নির্বাচন করবে দেশ ও জনগণের মুক্তির জন্য। তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহার করতে হবে। একই সাথে ইভিএম বাতিল করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবেনা। আর কাউকে করতেও দেয়া হবেনা। গতকাল শনিবার নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল  হক নান্নু, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দীন সিকদার, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন দুলাল, সহ সভাপতি জাকির হোসেন নান্নু,  মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, জাসাস মহানগরের আহবায়ক মীর আদনান তুহিন, জেলা দক্ষিন যুবদলের সাধারন সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, যুবদলের বিভাগীয় সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT