বাবুগঞ্জে খড়ের গাদা ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ ॥ ছাগল দগ্ধ বাবুগঞ্জে খড়ের গাদা ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ ॥ ছাগল দগ্ধ - ajkerparibartan.com
বাবুগঞ্জে খড়ের গাদা ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ ॥ ছাগল দগ্ধ

3:05 pm , March 18, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের পালা ও গোয়াল ঘরে আগুন দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের শাহজাহান চৌকিদারের বাড়িতে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়নাল চৌকিদারের ছেলে মোঃ শাহজাহান চৌকিদারের সাথে প্রতিবেশী মৃত আদম আলী বেপারীর ছেলে আনিচ বেপারীর সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালতে মামলা দেয়ায় শাহজাহান চৌকিদারকে প্রতিপক্ষ আনিচ বেপারী প্রায়ই দেখিয়ে দেয়ার হুমকি ও খুন জখমের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আর্থিক ক্ষতি সাধনের লক্ষ্যে শুক্রবার গভীর রাতে ২ টি খড়ের পালা ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগি শাহজাহান চৌকিদার প্রতিপক্ষের সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT