3:03 pm , March 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে ঢাকা পাচারের সময় পিকআপে ২১ টি ড্রামে ভর্তি ৪২ মন জাটকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পরিচালিত অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- নগরীর জিয়া সড়ক এলাকার শাহজাহান সরদারের ছেলে সাগর সরদার (২৫) ও নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান রিমন (২৯)।
এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, সদর উপজেলার তালতলী বাজার থেকে জাটকা বোঝাই পিকআপ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গোপনে এ খবর পেয়ে তাদের থানার পুলিশের একটি দল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজ এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টার দিকে পিকআপ ব্রীজ পার হওয়ার সময় আটক করা হয়। পিকআপে জাটকা পরিবহনের দায়ে চালকসহ দুই জনকে আটক করেছে।
ওসি জানান, এ ঘটনায় বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাটকা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, জাটকা এতিমখানা, মাদ্রাসা, আশ্রম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।