4:01 pm , March 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধ-শত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের সদস্য সচিব ইকবাল হোসেন তাপসের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপার মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড. এম এ জলিল ও বরিশাল মহানগর এর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর। যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি বরিশাল মহানগর এর যুগ্ম আহবায়ক আকতার রহমান সপ্রু, তালুকদার মোর্শেদ ফোরকান, কামরুজ্জামান চৌধুরী কামাল, বরিশাল জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর এর আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় পার্টি ২৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ হারুন আর রশীদ পলাশ। নুরুন্নবী বাপ্পির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন।